জয়পুরহাটে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউর পরিবর্তে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল থাকার পর আবারও রাত ৮টা থেকে পরদিন (আজ) সকাল পর্যন্ত কারফিউ জারি থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ ঘোষণা জারি করেন।
এ ঘোষণার পর শহরে ধীরে ধীরে দোকানপাট খুলছে, ছোট যানবাহন ও সাধারণ মানুষের চলাচল কিছুটা বেশি দেখা গেছে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, সিভিল প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘১৪৪ ধারা চলাকালে মিছিল, সভা-সমাবেশ ছাড়া মানুষজন স্বাভাবিকভাবে চলাচল ও কেনাকাটা করতে পারবে। ১৪৪ ধারা, কারফিউ ও সরকারের আইন জনসাধারণকে মেনে চলার আহ্বান জানাচ্ছি।’