মিয়ানমারে নিজেদের বাড়িঘরে ফিরে যাওয়া, নাগরিকত্বের স্বীকৃতি, নিরাপত্তা এবং অন্য জাতিগোষ্ঠীর লোকজনের মতো অবাধে চলাফেরার স্বাধীনতার দাবি সম্বলিত ৪ দফা দাবিতে সমাবেশ করেছে কক্সবাজারের ক্যাম্পগুলোতে আশ্রিত রোহিঙ্গারা।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথকভাবে এই সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়।

টেকনাফের ১৬-এপিবিএনের পুলিশ সুপার জামাল পাশা বলেন, ‘তিন ক্যাম্পে দ্রুত প্রত্যাবাসন দাবি অনুষ্ঠিত রোহিঙ্গাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সমাবেশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে ছিলো।

সমাবেশে অংশ নিতে টেকনাফের লেদা, জাদিমুড়া শালবন রোহিঙ্গা ক্যাম্পে সকাল থেকে লোকজন জড়ো হতে শুরু করেন। সমাবেশে পুরুষদের পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুরা যোগ দেয়। এছাড়া কুতুপালং, বালুখালী, লম্বাশিয়ায়ও এ ধরনের সমাবেশ হয়েছে। সেখানে পোস্টার, প্ল্যাকার্ডে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি সম্বলিত পোস্টার ও ব্যানার প্রদর্শন করেন। রোহিঙ্গাদের অধিকার আদায় ও প্রত্যাবাসনের দাবিতে সোচ্চার শীর্ষ রোহিঙ্গা নেতারা সেখানে বক্তব্য দেন।

জাদিমুড়া শালবন রোহিঙ্গা ক্যাম্পের নেতা বজলুল রহমান বলেন, সমাবেশে হাজারো রোহিঙ্গা অংশগ্রহণ করেছে। দ্রুত মিয়ানমারে ফিরে যেতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করছি। ‘আমরা আর বাংলাদেশে থাকতে চাই না। দ্রুত নিজ দেশে ফিরে যেতে চাই। আমরা নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতাসহ নিজ গ্রামে ভিটেমাটি ফেরত দিলে এই মুহূর্তে চলে যাব মিয়ানমারে।’

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপ-সচিব) খালিদ হোসেন বলেন, মিয়ানমারে ফিরে যাওয়া কয়েক দফা দাবিতে রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে।

বার্তাবাজার/এম আই