নারী এশিয়া কাপে থাইল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ডাম্বুলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৬ রান তোলেন থাইকন্যারা।

জবাবে ১৫ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে ১০০ রান তুলে নেন বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে হাফ সেঞ্চুরি করেন ওপেনার মুর্শিদা খাতুন। আর বল হাতে চমক দেখান রাবেয়া খান। মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট তুল নেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটি হারার পর এদিন জয়ে ফিরলেন জ্যোতিরা। কাল একই মাঠে বাংলাদেশের পরের ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে।

এদিন থাই ওপেনাররা ২৬ রানের জুটি গড়েন। দলের হয়ে ৪১ রান করেন তাদের ওপেনার বোচাথাম। সাবিকুন নাহার জেসমিন ও ঋতু মনি দুটি করে উইকেট শিকার করেন। ১০০-এর নিচে থাইল্যান্ডকে আটকে রেখে শুরুটা বেশ ভালোই করেছিলেন দুই ওপেনার দিলারা ও মুর্শিদা। ১১ বলে ১৭ রান তুলে নেন দিলারা।

কিন্তু মুর্শিদার সঙ্গে একটা ভুল বোঝাবুঝিতে রানআউট হতে হয় তাঁকে। তবে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৯ রান তুলে নেন মুর্শিদারা। ৫৫ বলে ৫০ রানের ইনিংসে মোট ৮ বাউন্ডারি হাঁকান মুর্শিদা। আগের ম্যাচে রান খরার আক্ষেপ অনেকটাই ঘুচিয়ে দেন তিনি।