রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মন্ত্রিপরিষদ বিভাগের গাড়ি ভাঙচুর করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। গাড়িটির নম্বর, ঢাকা মেট্রো-চ-৫৩-৪৬২৯। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
একইসময় আরও কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা। এদিন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে সারা দেশে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া সরকারি বিভিন্ন স্থাপনা ও বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।