মন্টে কার্লো মাস্টার্সে ইতালির লরেঞ্জো মুসেত্তির কাছে হারের স্বাদ পেলেন বর্তমানে ২২টি গ্র্যান্ড স্লামের মালিক নোভাক জোকোভিচ। আসরের শেষ ষোলোর লড়াইয়ে জোকারকে ৪-৬, ৭-৫, ৬-৪-এ হারিয়েছেন মুসেত্তি। এই হারে ৪৯তম এটিপি মাস্টার্স খেতাবের জন্য সার্বিয়ানদের অপেক্ষা আরও দীর্ঘ হলো।
শেষ ষোলোর প্রথম সেটে মুসেত্তিকে ৪-৬ গেমে হারিয়ে দারুণ শুরু করেন সার্বিয়ান তারকা। তবে ফিরতি দুই সেটেই হেরে বসেন তিনি। দ্বিতীয় সেটে ৭-৫ গেমে জিতে সমতায় ফেরান র্যাঙ্কিংয়ের ২১ নম্বরে থাকা মুসেত্তি। সবশেষ ম্যাচ নির্ধারণী সেটটি ৬-৪ গেমে জিতে বড় অঘটনের জন্ম দেন তিনি।
ম্যাচ হেরে প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে জোকোভিচ বলেন, ‘হারটা বিপর্যয়ের ছিল। তবে এই মুহূর্তে আমার অনুভূতি খারাপ, কারণ ম্যাচ হেরেছি। গুরুত্বপূর্ণ সময়ে সে শক্ত ছিল, এতটুকুই বলতে পারি। তার জন্য শুভকামনা।’
অন্যদিকে জোকারকে হারিয়ে মুসেত্তি জানান, ‘একটি আবেগপূর্ণ জয়, কারণ এটি সত্যিই দীর্ঘ ম্যাচ ছিল। তিন ঘণ্টার ম্যাচ ও বৃষ্টিতে স্থগিত। আমি নিজেকে নিয়ে সত্যিই গর্বিত। এটি আমার জন্য একটি স্বপ্ন।’