পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলরত শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ও ছররা গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শহরে কোটা পদ্ধতি সংস্কারের দাবি, পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলছিল।
দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের একটি পিকআপ ভ্যান শহরের চাষাঢ়ার দিকে অগ্রসর হলে শিক্ষার্থীরা সেটি ভাংচুর করে। পরে ভাংচুর করার পর গাড়িটি চাষাড়ায় গেলে শিক্ষার্থীরা আগুন ধরিয়ে দেয়। তবে এসময় গাড়িতে চালক ছাড়া কোনো পুলিশ সদস্য ছিল না। এরপর পৌনে একটার দিকে বৃষ্টির মতো টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে পুলিশ। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। শুরু হয় দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ার চারদিক।
জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়েছেন। এতে যানবহন চলাচল বন্ধ হয়ে গেছে। কার্যত অচল হয়ে পড়েছে পুরো নারায়ণগঞ্জ শহর।