রাজধানীর উত্তরায় পুলিশ ও র্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে একাধিক নিহতের খবর পাওয়া গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তারা আন্দোলনকারী। আহত হয়েছেন কয়েক শ আন্দোলনকারী।
কুয়েত মৈত্রী হাসপাতালে চারজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে নর্দার্ন ইউনিভার্সিটির আসিফ ও ইসলামিক ইনিভার্সিটি অফ টেকনলোজির তানভিনের নাম জানা গেছে।
কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান এই খবর নিশ্চিত করেছেন। দেশ রূপান্তরের উত্তরা প্রতিনিধি জানাচ্ছেন, কুয়েত মৈত্রী হাসপাতালে প্রচুর আহত শিক্ষার্থী এসেছেন। তাদের চিকিৎসায় ব্যস্ত সময় যাচ্ছে।
রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষ শুরু আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে।