লালমনিরহাট প্রতিনিধি : সারা দেশের ন্যায় লালমনিরহাটে কোটা সংস্কার দাবিতে বিক্ষোভ মিছিল ও লালমনিরহাট রংপুর মহাসড়ক দুই ঘন্টার বেশী যান চলাচল বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।

বুধবার ১৭ জুলাই সকালে কোটা সংস্কার দাবিতে লালমনিরহাট শহরে বিক্ষোভ করে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াশিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে মিশনমোর পয়েন্টে গিয়ে আড়াই ঘন্টা অবস্থান করে নানা শ্লোগানে দিতে থাকেন। মিশনমোর পয়েন্ট থেকে ১০০ মিটার দুরত্ব থেকে সকল ধরনের যান চলাচলে বাধা দেয় শিক্ষার্থীরা। অপর দিকে একই দাবিতে জেলা ছাত্রদল মিশনমোড় এলাকায় মিছিল করে দলীয় কার্যালয় হামার বাড়ীর সামনে অবস্থান নেয়।

আড়াই ঘন্টা পর কর্মসচীর সমাপ্ত ঘোষণা করা হয়। সে সময় শিক্ষার্থীদের তাদের ফেসবুক গ্রুপে এড থেকে পরবর্তী নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়।

পুলিশের পক্ষ থেকে কোন ধরনের বাধা সৃষ্টি করা হয়নি। কর্মসুচী চলাকালে রেলস্টেশন সড়কের দিকে সর্তক অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ সদস্য ও কর্মকর্তাদের।