ঢাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানোর পর বুধবার সকাল থেকেই মাগুরা সরকারি হোসেন শহীদ সোহারাওয়ার্দী কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ কর্মীদের সরব উপস্থিতি দেখা যায়।
এ সময় জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান এবং সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ স্ব স্ব কলেজের ছাত্রলীগ নেতৃবৃন্দ ক্যাম্পাসে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান বলেন, কোটা সংস্কার ইস্যুকে সামনে রেখে জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। আমরা তাদের সেই অপচেষ্টা নস্যাত করে দিতেই সাধারণ শিক্ষার্থীদের পাঠে অধিক মনোনিবেশের আহ্বান জানিয়েছি।
বুধবার সকাল থেকেই সারা শহরে মাগুরা পুলিশ প্রশাসনকে অধিক তৎপর থাকতে দেখা যায়। মঙ্গলবার বিকালে মাগুরা সদর থানা ও ডিবি পুলিশকে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে অবস্থান নেয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেহেদী রাসেল বলেন, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত রুটিন মাফিক কাজের অংশ হিসেবেই পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে।