ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেশ কয়েকটি ছাত্রী হলের পর এবার ছাত্রদের হল থেকে ছাত্রলীগ নেতাদের মেরে বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু হল, সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু হল এবং সোয়া ৮টার দিকে জিয়াউর রহমান হল থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দেন শিক্ষার্থীরা। বাকী হলে গুলোও সাধারণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে। ওই হলে ছাত্রলীগ নেতাদের বের করছে শিক্ষার্থীরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাবির বিভিন্ন হলেই নেতাদের বের করে দিয়ে তাদের রুমের সব জিনিসপত্র ভাঙচুর করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছেন, আমার বোনের ওপর হামলাকারী- ভাইদের হত্যাকারীদের সঙ্গে আমরা থাকব না। তাই তাদের হল থেকে বের করে দিয়েছি। আমাদের পরিষ্কার দাবি হামলাকারী বা হত্যাকারীর সঙ্গে এক ছাদে নিচে থাকা সম্ভব নয়।
এছাড়াও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শিক্ষার্থীদের চাপের মুখে তাদের ৫টি দাবি সম্বলিত একটি নির্দেশনায় স্বাক্ষর করেন ওই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহীম।এদিকে বিজয় একাত্তর হলে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হওয়ার আগেই ছাত্রলীগ নেতাকর্মীরা হল থেকে পালিয়ে যান।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের ছাত্রলীগের নেত্রীদের বের করে দেন কোটা আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের বের করে দেওয়ার সময় ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন শিক্ষার্থীরা। মঙ্গলবার গভীর রাতে প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের ‘প্রটোকলে’ হলে ঢোকার সময় তাদের বের করে দেন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।