বান্দরবানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কোটা সংস্কার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের বাধা অতিক্রম করে তাদের ওপর চড়াও হয়।
এসময় পুলিশ পাহারায় আন্দোলনকারীরা স্থান ত্যাগ করে চলে যায়। পরে ছাত্রলীগের সদস্যরা মিছিল করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অপ্রতিকর ঘটনা এড়াতে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আন্দোলন করার অধিকার সবার রয়েছে, আন্দোলন করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা খুবই ন্যাক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং কোটা সংস্কারের যৌক্তিক দাবির সাথে পূর্ণ সমর্থন জানাই।’
ছাত্রলীগের সভাপতি বলেন, ‘বান্দরবানের মতো শান্তিপূর্ণ এলাকায় যারা অশান্ত পরিবেশ সৃষ্টি করবে তাদের ছাত্রলীগ প্রতিহত করবে।’