লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার জন্য দেশ থেকে দূরে রয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেট প্রতিভা তাওহীদ হৃদয় এবং শরিফুল ইসলাম। কিন্তু দেশের চলমান সংঘাতের ঘটনায় মর্মাহত হয়েছেন দুজনই। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উৎকণ্ঠার কথা প্রকাশ করেছেন দুজন।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হৃদয় নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে হৃদয় লিখেছেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…. আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।
শরিফুল ইসলাম নিজেকে ক্রিকেটারের বাইরেও শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’