ফরিদপুরের আলফাডাঙ্গায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি’র (সিএসএ) উদ্যোগে তিল ফসলের সংগ্রহত্তোর ব্যবস্থাপনা বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের কূলধর গ্রামে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আইএফডিসি’র কমিউনিটি ফার্ম উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণ কর্মসূচিতে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা করেন, আইএফডিসি’র প্রশিক্ষক মো. সাইফুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় ওই এলাকার ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।