পাবনার সাঁথিয়ায় আন্ত:জেলা ডাকাত দলের মুলহোতাসহ ৮ সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(১৬ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন পুলিশ সুপার আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন , গত ১০ জুলাই গভীর রাতে পাবনার সাঁথিয়া উপজেলার গোপিনাথপুর গ্রামে আতিকুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা তিন ভরি সোনাসহ ১৫ লাখ টাকা লুটে নিয়ে যায়।
এই ঘটনায় ভুক্তভোগী সাঁথিয়া থানায় মামলা করলে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এর নেতৃত্বে ও সাথিয়া থানার সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা , নারায়নগঞ্জ, সাভারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত সর্দার শাকিল ওরয়ে যদু ডাকাতসহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করে।
এদের বিরুদ্ধে ১২ টি ডাকাতির মামলা রয়েছে। এ সময় ডাকাতি কালের লণিত মালামাল উদ্ধার করে পুলিশ।