মোল্লা সাগরকে সভাপতি এবং বিল্পব মন্ডলকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যায়নরত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঘোড়াঘাট উপজেলা ছাত্রকল্যাণ সমিতির’ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত সোমবার (৫ জুন) এক সাধারণ সভা শেষে নতুন এই কমিটি গঠন করা হয়।

নব নির্বাচিত সভাপতি মোল্লা সাগর ২০১৯-২০ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক বিল্পব মন্ডল একই সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

আংশিক এই কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তামান্না ইয়াছমিন তুলি ও মনোয়ার হোসেন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রুকাইয়া ও আল আমিন। তারা সকলে ঘোড়াঘাট উপজেলার সন্তান।

আংশিক এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং পূর্ণাঙ্গ কমিটিতে মোট সদস্য সংখ্যা থাকবে ১৫ জন।

কমিটির নব নির্বাচিত সভাপতি মোল্লা সাগর বলেন, সাবেক নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ। সেই সাথে আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে সকলের সহযোগীতা প্রত্যাশা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ঘোড়াঘাট উপজেলার সকল শিক্ষার্থীদের কল্যানে আমরা কাজ করে যাবো।

বার্তা বাজার/জে আই