কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এলাকায় বিভিন্ন চাকীর প্রার্থী ডিপ্লোমা শিক্ষার্থী ও ডুয়েটের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার রাত সাড়ে ১২ টা থেকে কোটা বিরোধী আন্দোলন করছে।
আন্দোলনরত শতশত শিক্ষার্থী নগরীর জয়দেবপুর শিববাড়ি-শিমুলতলী আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে মিছিল করছে।
এসময় শিক্ষার্থীদের হাতে ‘তুমি কে আমি কে, রাজাকার—রাজাকার’ লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা- ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার তুই রাজাকার’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারো বাপের না’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘আমার স্বাধীন বাংলায়, একের কথা চলে না’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘লাখো শহীদের রক্তে কেনা , দেশটা কারো বাপের না’ অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, হামলা/মামলা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এসময় শিক্ষার্থীরা ঘোষণা দেন, ‘আগামীকাল কঠোর আন্দোলন হবে। পুরো গাজীপুর অচল করো দেওয়া হবে। আমাদের শিক্ষার্থীদের উপর আক্রমন কোনভাবেই মেনে নেওয়া হবে না।’