হাড়িভাঙ্গা আম সংগ্রহ ও বাজারজাত করণে নির্ধারিত তারিখ থেকে ১০দিন কমিয়ে “শনিবার ১০ জুন ২০২৩” তারিখ নির্ধারণের জন্য রংপুর জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে মিঠাপুকুর, বদরগঞ্জ ও সদর উপজেলা আম চাষীদের সংগঠন “হাঁড়িভাঙা আম চাষী পরিষদ” ও সাধারণ আম চাষীরা। লিখিত আবেদনটি গণস্বাক্ষর সহ জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।
আবেদন সূত্রে জানা যায়, সম্প্রতি জেলা প্রশাসন, রংপুর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক হাঁড়িভাঙা আম সংগ্রহ ও বাজারজাতকরণের তারিখ ২০ জুন ২০২৩ নির্ধারণ করা হয়। বিগত বছরের চেয়ে এবারের আবহাওয়া আম চাষের জন্য অনেকটাই প্রতিকূল ও শীতের ব্যাপ্তিকাল কম এছাড়াও আম গাছে ব্যাপকভাবে হরমোন প্রয়োগের কারণে গাছে আগাম মুকুল এসেছিল।
সেইসাথে দীর্ঘ অনাবৃষ্টি ও তাপপ্রবাহের কারণে আমের গুটির ড্রপিংয়ের হার গতবারের তুলনায় অনেক বেশী ছিল এবং আকারেও অনেক ছোট হয়েছে। এবারে স্বাভাবিক সময়ের আগেই আম পরিপক্ক হয়েছে। তারা মনে করেন মাচিউরিটি ইনডেক্স অনুযায়ী হাঁড়িভাঙা আম সংগ্রহের উপযোগী হয়েছে।
আম একটা অতিমাত্রায় পচনশীল কৃষিপণ্য। বিশেষ করে হাঁড়িভাঙা আম কাঁচা অবস্থায় বাজারজাত করতে হয়। বর্তমানে চলমান তীব্র তাপদাহর কারণে ব্যাপকভাবে আম পাকতে শুরু করেছে।
আম সংগ্রহের তারিখ ২০ জুন থাকলে এক তৃতীয়াংশ গাছের আম পেকে যাবে এবং আম চাষীরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হবেন এবং ভবিষ্যতে আম চাষে নিরুৎসাহিত হবেন।
এমতাবস্থায়, আবেদন বিবেচনায় নিয়ে সরেজমিন পরিদর্শনপূর্বক হাড়িভাঙ্গা আম সংগ্রহ ও বাজারজাত করণে নির্ধারিত তারিখ থেকে ১০দিন কমিয়ে “শনিবার ১০ জুন ২০২৩” তারিখ নির্ধারণের জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানানো হয়েছে।