মাদারীপুরের রাজৈরে পেশি শক্তি ব্যবহার করে রাতের আধারে দোকান ঘর নির্মাণ করে মিউটেশনকৃত জায়গা দখল করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ অসিম সরকারের বিরুদ্ধে। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধ বুদ্ধদেব বিশ্বাস(৬০)। ঘটনাটি ঘটেছে উপজেলার কদমবাড়ি বাজার এলাকায়। এ ঘটনায় মাদারীপুর আদালতে দুইটি মামলা করেছে ভুক্তভোগী বৃদ্ধ বুদ্ধদেব।

মামলার নথি সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার ৫৯ নং আড়ুয়াকান্দি মৌজার এসএ খতিয়ান নং-৩৫, দাগ নং ৮৫৩ ও ৮৫৪ এর সর্বমোট ১.৩৩ একর ভ’মির মালিক সহদেব সরকার, শশীভূষন সরকার ও রতিকান্ত সরকারের ওয়ারিশদের কাছ থেকে মামলার বাদি বুদ্ধদেবের মা স্বর্ণলতা বিশ্বাস ১৯৭৯, ১৯৮২ ও ১৯৮৪ সালে ৫টি সাব কবলা দলিলে মোট ৪৪.৫০ শতাংশ জমি ক্রয় করে। পরে বি.আর.এস খতিয়ান ৯৮১ ও দাগ নং ২১১০ অনুযায়ী ৪৪ শতাংশ জমি বুদ্ধদেবসহ তাদের ৫ ভাইয়ের নামে দানপত্র দলিল করে দেয়। পরবর্তীতে ২০২২-২৩ সালে ১৩৩৮ খতিয়ানে তাদের ৫ ভাইয়ের নামে জমিটি মিউটেশন হয়। হঠাৎ মৃত নব কুমার সরকারের ছেলে অসিম সরকারসহ তার বংশীয় আরো ৫/৬ জন ওই জমির মধ্যে তাদের অংশ রয়েছে বলে দাবি করে এবং জোরপূর্বক দোকান ঘর নির্মাণের মাধ্যমে জমি দখল করেছে।

ভুক্তভোগী বৃদ্ধ বুদ্ধদেব বিশ্বাস জানান, আমাদের মিউটেশনকৃত জায়গায় জোর করে এক রাতে ৩টি দোকানঘর তুলেছে অসিম সরকার। ২০২৩ সালে আমি ১৪৪ ধারায় মামলা করেছিলাম। এখন আবার আরেকটি দোকান ঘর নির্মাণ করায় আদালতে মামলা করেছি। সরকারের কাছে আমার দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভূমি দস্যুদের উচ্ছেদ করে আমার জায়গা যেন আমাকে বুঝিয়ে দেয়া হয়।

মামলায় অভিযুক্ত অসিম সরকার জানান, বুদ্ধদেবের যেখানে কবলা সেখান দিয়ে নিবে। কিন্তু তিনি তা মানতেছে না। যে জায়গার উপর ঘর তুলেছি সেই জায়গা আমার না হলে ঘর ফেলে দেব। এটা আমার পৈতৃক সম্পত্তি।

এ বিষয়ে মাদারীপুর আদালতের আইনজীবী শরীফ মোহাম্মদ সাইফুল কবির বলেন, আদালতের নির্দেশে জমিটি সরজমিনে তদন্ত করা হয়েছে। আমরা তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছি।