পাবনায় সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে গণ-পদযাত্রা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
রবিবার(১৪ জুলাই) দুপুরে পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকারী এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে গণ-পদযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপ্রতি বরাবর স্মারকলিপি দেন।
পাবনার জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান শিক্ষার্থীদের কাজ থেকে স্মারক লিপি গ্রহন করেন। এসময় পুলিশ সুপার আব্দুল আহাদ উপস্থিত ছিলেন।