ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় ব্রেক ফেল করে একটি কাভার্ড ভ্যান খাবার হোটেলে ঢুকে যায়। এতে নিহত হয়েছেন কাভার্ড ভ্যানটির চালক ও আহত হয়েছেন হোটেলে থাকা এক শিশু ও এক নারী।
আজ সোমবার (১৪ জুলাই) দুপুর একটার দিকে বাসন থানার নাওজোড় হুপ লুন গার্মেন্টসের দক্ষিণ পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা।
জানা গেছে, টাঙ্গাইলগামী কাভার্ড ভ্যানটি ব্রেক ফেল করলে গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে কাভার্ড ভ্যানটি সড়কের পাশে খাবারের হোটেলের ভিতরে ঢুকে যায় এবং কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খাবার হোটেলের ভিতরে থাকা আয়েশা নামের এক শিশু,ও একজন মহিলা এবং কাভার্ড ভ্যানের ড্রাইভার মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বার্তা বাজারকে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাভার্ড ভ্যানের চালক মারা গেছে। তবে তাৎক্ষণিক ভাবে তার নাম পরিচয় জানা যায়নি।