গাইবান্ধায় কোটা সংস্কার আইন পাশের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী দ্বারা হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় সমাজতান্তিক ছাত্রফন্টের জেলা শাখার সভাপতি পরমানন্দ দাশ ও কলেজ শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান বসু নিয়া আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।এসময় ছাত্রলীগের হামলার ভিডিও ধারন করতে গেলে বার্তা বাজার গাইবান্ধা প্রতিনিধি মো. সুমন মিয়াকে হেনস্থা করার চেষ্টা করে।

জানা যায়, আজ রবিবার ১৪ জুলাই,দুপুর একটার দিকে সাধারণ শিক্ষার্থীরা গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে মিছিল বের করলে হঠাৎ করেই অতর্কিত হামলা চালায় কলেজ শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা।

কোটা সংস্কার আইন পাশের দাবিতে সারা দেশের মতো গাইবান্ধা জেলার সরকারি কলেজের সাধারণ ছাত্র ছাত্রীরা ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একটি বিক্ষোভ মিছিল কলেজ প্রাঙ্গণ থেকে বের করলে
বিক্ষোভ মিছিলটি না করার নির্দেশ দেয় কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি কামাল হোসেন। সাধারন শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অভিযোগ সভিাপতি কামাল হোসেন এর নেতৃত্বে এই নেক্কারজনক হামলা চালায়।পরে মিছিলটি পন্ড হয়ে যায়।এরপর
সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালালে সমাজতান্তিক ছাত্রফন্টের জেলা শাখার সভাপতি পরমানন্দ দাশ ও কলেজ শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান বসু নিয়া তারা প্রতিবাদ করলে তাদের বেধরক মারপিট চালায় তারা।সাধারণ শিক্ষার্থীরা তীব্র নিন্দা ও হামলা কারীদের শাস্তির দাবি করেন তারা।

তবে গাইবান্ধা কলেজ শাখার সভাপতি কামাল হোসেন বলেন,তাদের উপর কোন হামলা চালানো হয় নি।শুধু মাত্র কলেজের পরিবেশ ও এইচ এসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় যাতে কোন অসুবিধা না হয় এজন্য তাদেরকে মিছিল করতে নিষেধ করছি।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।