ভোলায় ৯ হাজার ৮শ ইয়াবাসহ আলাউদ্দিন(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ই জুলাই) দিবাগত রাত সোয়া ৪টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টগবি বেড়িবাঁধ এলাকায় বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আলাউদ্দিন লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন চরলক্ষ্মী গ্রামের আজহার মীরের ছেলে।

রবিবার (১৪ ই জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের প্রেস রিলিজে বলেন,বোরহানউদ্দিন উপজেলার টগবি বেড়িবাঁধ এলাকা থেকে এসআই সিজার হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে অটোরিকশার যাত্রী হিসেবে মাদক ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন ৯হাজার ৮শ পিচ ইয়াবা টেবলেট নিয়ে যাচ্ছেন, পরে অটোরিকশা তল্লাশি করে এ মাদক উদ্ধার করতে সক্ষম হন৷

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম বার্তা বাজার’কে বলেন, আলাউদ্দিনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আজ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে৷