‘নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ।’
মা’য়ের বয়স হয়ে যাচ্ছে, এখন সে পরিবারের বোঝা তাইতো নিজ সন্তানের ধারালো দা’য়ের কুপে প্রান দিতে হল মা’কে।
শুক্রবার (১২ জুলাই) পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে এই নৃশংস ও নির্মম ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে যতিশ বালাকে গ্রেফতার করেছে নজিরপুর থানা পুলিশ।
প্রতি মাসে ওষুধ কিনে দেওয়াসহ মা’য়ের জন্য বেশ কিছু টাকা খরচ খরচ করতে হওয়ায় মা’কে বোঝা মনে হয়েছিল ছেলের। তাই পরিবারের এই বোঝা কমাতেই মাকে কুপিয়ে হত্যা করার পরিকল্পনা করে পাষণ্ড সন্তান।
শুক্রবার রাতে এক প্রেস ব্রিফিং পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, নিহত জুতিকা বালা (৫০) জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ন বালার স্ত্রী। বৃহস্পতিবার রাতে মা যুতিকা বালা নিজ ঘরে নিহত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
পরে বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু করলে নিহত মা যুতিকা বালার বড় ছেলে যতিশ বালাকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের কাছে নিজ মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার প্রাথমিক স্বীকারোক্তি দেয়।
স্বীকারোক্তিতে যতিশ বালা জানায়, ‘দীর্ঘদিন ধরে সংসারে আর্থিক নানা টানাপূরণ চলছিল তাদের। তার মধ্যে প্রতি মাসে মায়ের খাওয়া-দাওয়া ও ওষুধ কেনায় বেশ টাকা খরচ হতো। সবমিলিয়ে পরিবারে নানা কলহ বিবাদ লেগেই থাকতো। আর এসব কারণেই দিনদিন মায়ের প্রতি ক্ষোভ বেড়েই চলছিলো। মূলত মা’কে বোঝা মনে করতো সে। তাই এ বোঝা থেকে মুক্তি পেতে পূর্বপরিকল্পিকভাবে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা ধারালো দা দিয়ে নিজ মা’কে কুপিয়ে হত্যা করে যতিশ।’
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী নারায়ন বালা বাদী হয়ে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।