ময়মনসিংহের ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-১৭) ফাইনাল খেলায় দুই দলের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন বলে জানা যায়।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। তারপরেই খেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা যায়, গত ৫ জুলাই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) শুরু হয়।

বিকেলে শুরু হয় (বালক -১৭) ১০নং হবিরবাড়ী ও ৭নং মল্লিকবাড়ি ইউনিয়নের মাঝে খেলা শুরু হয়। প্রথম পর্যায়ে খেলার ২০ মিনিট পর হবিরবাড়ী ইউনিয়ন ১ গোল দেয়। এ সময় দুই দলের খেলোয়াড়দের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু এই ঘটনায় এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে মো.শাহিন (১৭)সহ আরও একজন আহত হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য খেলাটি স্থগিত ঘোষণা করেন উপজেলা প্রশাসন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এমএ ওয়াহেদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা আলীনূর খান, ভালুকা মডেল থানার(ওসি তদন্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, সম্ভবত দুই ইউনিয়নের সমর্থকদের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। এক পর্যায়ে খেলোয়াড়দের পাশাপাশি দুই দলের ম্যানেজার মাঠে ঢুকে গেলে দর্শকরাও তাতে যোগ দেয়। ফলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খুব শিগগিরই নিরপেক্ষ ভেন্যুতে অসমাপ্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।