কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের প্রবাসী আরশাদ আলী,গত ৩৩ বছর যাবৎ মধ্যপ্রাচ্যের দেশ দুবাই তে ব্যবসায়িক কাজে স্ব-পরিবারে অবস্থান করছেন।তবে প্রবাসে থেকেও মাতৃভূমি ও দেশের মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং আন্তরিকতার প্রমাণ মেলে তার ব্যতিক্রমী উদ্যোগে।

প্রতি মাসের প্রথম শুক্রবার, আরশাদ আলীর বাসভবনে এলাকার অন্তত ৫ শতাধিক অসহায়দের জন্য আয়োজন করা হয় বিনামূল্যের খাবারের।দিনভর বিভিন্ন স্থান থেকে অসহায় মানুষজন এসে তার বাড়িতে সমবেত হন এবং তার আয়োজনের অংশীদার হন।

স্থানীয়রা জানায়,আরশাদ আলীর এই উদ্যোগ শুধু মানুষের ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়,বরং এটি সমাজে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।তার এই মহৎ উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষজন সাময়িকভাবে হলেও নিজেদের দৈনন্দিন দুঃখ-কষ্ট ভুলে থাকতে পারেন এবং সমাজে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন।

প্রবাসী আরশাদ আলী বার্তাবাজার কে জানান, “দেশের মানুষের প্রতি আমার ভালোবাসা এবং আমার দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছি। প্রবাসে থেকেও আমি সবসময় চাই দেশের মানুষের পাশে থাকতে এবং তাদের কষ্ট লাঘব করতে। আশা করি, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা অন্যদেরও অনুপ্রাণিত করবে।”