ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের আয়োজনে মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে জনসচেতনতা মূলক বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১২টার দিকে উপজেলার সলিমগঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান (সোহেল) এর সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার( নবীনগর সার্কেল) মোঃ সিরাজুল ইসলাম। এসময় তিনি বলেন, আজকে বিট পুলিশিং সভায় আমরা এমন একটি এলাকায় এসে সভাটি করছি যেখানে রয়েছে একটি ঐতিহ্যবাহী সলিমগঞ্জ বাজার, যার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে মেঘনা নদী। নদীর অপর পাশে নরসিংদী জেলা,পশ্চিমে নারায়ণগঞ্জ জেলা, বাজারটিতে প্রায় এক শত ভালো মনের স্বর্ণের দোকান রয়েছে, এখানে অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা বেশি, তাই চুরি-ডাকাতি ছিনতাই
রোধে বাজার কে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। আমাদের জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ, নবীনগর থানা পুলিশ সবসময়ই নজরদারিতে রয়েছি, এখানে কোন ধরনের অপরাধ সংঘটিত হলে আপনারা আমাদের বিট অফিসারের মাধ্যমে তথ্য দেবেন। আপনাদের পরিচয় গোপন রাখা হবে। এছাড়াও মাদক, জুয়া, ইভটিজিং, মোটরসাইকেল চোরাই কারবারি, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এসময় বক্তব্য রাখেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান (লাল মিয়া), সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) এসআই কামাল, সলিমগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি এস এম বাদল মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক সিকদার, ইউপি সদস্য মোঃ সেলিম এলাহি, আওয়ামী লীগ নেতা মাঈনুদ্দিন আহমেদ (মইন), ইউপি সদস্য দস্তকির, বড়িকান্দি ইউপি সদস্য মোখলেস,সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় বক্তরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জুয়া ও বিশৃঙ্খলা কারীদের প্রতিহত করার আহবান জানান।