কুমিল্লায় কোতয়ালী মডেল থানার পূর্ব ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজা সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), কুমিল্লার একটি চৌকস টিম।
জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম বিশেষ অভিযান চালিয়ে (১১ জুলাই) দুপুর ০২:০৫ মিনিটের সময় কুমিল্লা কোতয়ালী মডেল থানার পূর্ব ভাটপাড়া এলাকায় রাস্তার উপর চেকপোস্টে ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০১টি অটোরিক্সা তল্লাশি করে ৫৫ (পঞ্চান্ন) কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হল, বুড়িচং থানার খারেরা গ্রামের আব্দুল আলীর ছেলে মোঃ জহির (৩৫), জিতেন্দ্র চন্দ্র শীলের ছেলে রনজিৎ চন্দ্র শীল (২৫), লোহাইমুড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে মোঃ ফয়সাল (২২),ইমাম হোসেনের ছেলে আহসানুল হক (২৩)।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)কুমিল্লার অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত আসামী ০৪ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কুমিল্লার অভিযান অব্যাহত রয়েছে।