কিশোরগঞ্জের কটিয়াদীতে পরিত্যক্ত ভুট্টাক্ষেত থেকে স্মৃতি আক্তার (২২) নামে এক গৃহবধুর ক্ষতবিক্ষত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২জুলাই) সকালে কটিয়াদী পৌরসভার ৮ নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার পাট ক্ষেতের পাশে পরিত্যক্ত ভুট্টা ক্ষেত থেকে লাশ টি উদ্ধার করে পুলিশ।

নিহত স্মৃতি আক্তার (২২) কটিয়াদী উপজেলার পৌর এলাকার মানিক মিয়া ও ফেরদৌস আরা বেগমের মেয়ে এবং পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বেলদী গ্রামের বিল্লাল ভূইয়ার ছেলে কাতার প্রবাসী আমিন ভূইয়ার স্ত্রী।

এলাকাবাসীর সূত্রে জানা যায়,৪ বছর আগে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বেলদী গ্রামের কাতার প্রবাসী আমিন ভূইয়া সাথে বিয়ে হয় পৌরসভার ৮ নং ওয়ার্ডের হালুয়াপাড়া গ্রামের মানিক মিয়ার মেয়ে স্মৃতি আক্তারের।৭ মাস আগে কাতার থেকে এসে স্ত্রীকে আবার শ্বশুর বাড়িতে রেখে পুনরায় কাতারে পাড়ি জমান আমিন ভূইয়া।স্মৃতি আক্তার বাবার বাড়িতেই থাকতো।বৃহস্পতিবার রাতে স্বামীর সাথে সর্বশেষ কথা হয় স্মৃতির।তার স্বামী ১০ হাজার টাকা পাঠিয়ে স্বামীর বাড়ি মসুয়া যেতে বলেন।এরপর রাতে স্বামীর বাড়ির উদ্দ্যেশ্যে রওনা হন স্মৃতি।তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।তাদের কেনো সন্তান নেই।শুক্রবার সকালে তার গলাকাটা ক্ষতবিক্ষত লাশ পৌরসভার ৮ নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার পাট ক্ষেতের পাশে পরিত্যক্ত ভুট্টা ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার(হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান,পুলিশ ঘটনাটি তদন্ত করতেছে।অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান,লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।