দেশের পর্যটন খাতে উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি অ্যাওয়ার্ড-২০২৪’ এক্সিলেন্স পারফরম্যান্স ইন ট্যুরিজম এ্যওয়ার্ড লাভ করেছেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়ন ট্যুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম।

গত জুন মাসে নেপালের রাজধানী কাঠমুন্ডুর হোটেল থামেল পার্কে অনুষ্টিত অনুষ্টানে তিনি কর্মব্যস্ততার কারণে উপস্থিত হতে না পারায় তার পক্ষে বাংলাদেশের প্রতিনিধি এই সার্টিফিকেট ও ক্রেস্ট গ্রহণ করেন।

হোটেল-মোটেল-রিসোর্ট এবং রেস্টুরেন্ট সমূহে নিরাপত্তা এবং পর্যটকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি এবং সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ যৌত ভাবে এই সম্মাননা প্রদান করেন।

তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে হোটেল, মোটেল, রিসোর্ট এবং রেস্টুরেন্টে ট্যুরিস্ট পুলিশের তথ্য সেবা নম্বর সম্মলিত বিভিন্ন কাটআউট, এক্স ব্যানার এবং টেবিল টপার ইত্যাদি বিতরণ করেন। এতে দেশি-বিদেশি পর্যটক সেখানে অবস্থানকালে জরুরী প্র‍য়োজনে তাৎক্ষণিক পর্যটকরা পুলিশের সহায়তা পাচ্ছেন।

তাছাড়া তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে “স্টুডেন্ট ট্যুরিজম সিকিউরিটি” নামক এক বিশেষ প্রোগ্রাম চালু করেছেন। এর অংশ হিসেবে বিভিন্ন কর্মশালা চলছে।

এছাড়াও যেকোন হোটেল সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হলে তা থেকে উত্তরনের জন্য হোটেলের নিরাপত্তা কর্মীসহ অপরাপর কর্মীদের সচেতন এবং প্রশিক্ষণ প্রদানের জন্য “টেরোরিজম ইন ট্যুরিজম” নামে একটি কর্মশালা চালু করেছেন। তার এসব ইতিবাচক কর্মকান্ডে বাংলাদেশে দেশী-বিদেশী পর্যটকদের জন্য পর্যটন সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত,এসপি নাইমুল হক পিপিএম রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকাকালীন প্রশংসনীয় ও সাহসী কাজের পুরষ্কার স্বরূপ প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম)-২০২১ এবং বরিশাল জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় আইজিপি পদক-২০২০ পদকে ভূষিত করা হয়েছিলো।