বৈষম্যমূলক কোটা বাতিলের দাবীতে চলমান আন্দোলন ছড়িয়ে পড়েছে চট্টগ্রামে। কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনে সড়ক ও রেলপথ অবরোধ করতে গিয়ে পুলিশি লাটিচার্জের শিকার হন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করেই নগরের সড়ক অবরোধ করেছে বিক্ষোব্দ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর সাড়ে তিনটা দিকে শাটলে করে চট্টগ্রাম বটতলী স্টেশনে পৌঁছে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের টাইগারপাস এলাকায় পৌছালে পুলিশের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এসময় নারী সহ কয়েকজন আন্দোলনকারী আহত হয়। এতে ক্ষুব্দ হয়ে নগরীর দুই নম্বর গেইট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এ সময় রাস্তায় আহত বেশ ক’জন শিক্ষার্থীদের শুয়ে থাকতে দেখা গেছে। তারা পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া-ভুয়া ধ্বনি তুলে।
আন্দোলন কারীরা, আমার বোন আহত কেনো, প্রশাসন জবাব চাই। আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই।পুলিশ দিয়ে হামলা, রুখে দেবে বাংলা এসব স্লোগান দিতে থাকে।
বক্তব্যে বিক্ষোব্দ শিক্ষার্থীরা বলেন, পুলিশ দিয়ে হামলা করে, আন্দোলন রুখে দেওয়া যাবে না।আমরা বৈষম্যবিরোধী আন্দোলন থেকে একচুলও পিছ পা হবো না। কোটা বাতিলের এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। প্রয়োজন হলে বুকে গুলি চালাও বলে হুশিয়ারি দেন।
সন্ধ্যা সড়ে ৭টায় রিপোর্ট লিখা পর্যন্ত নগরীর দুই নাম্বার গেইট মোড়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনা স্থলে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে।