কক্সবাজারের ঈদগাঁওতে পরীক্ষা দিতে মায়ের জানাজা পড়া হলোনা বোরহান উদ্দীন সিফাতের। সে ঈদগাঁহ রশিদ আহমদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও চলমান এইচএসসি পরীক্ষার্থী এবং ঈদগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি বিআর হাশেমী বদরুর ছেলে।

বুধবার (১০ জুলাই) সোয়া ৫ টার দিকে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন সিফাতের মাতা জেসমিন আক্তার।

১১ জুলাই সকাল সাড়ে ৯ টায় তার মায়ের জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হয়। কিন্তু সকাল ১০ টায় রামু ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশনিতে গিয়ে মায়ের জানাজায় অংশ নিতে পারেনি এই শিক্ষার্থী।

সহধর্মিণী হারানো সাংবাদিক বিআর হাশেমী বদরু অশ্রুসিক্ত নয়নে জানান, পরিবারের কনিষ্ঠ সন্তান তার মায়ের চির বিদায়কালে উপস্থিত থাকতে পারেনি। যা বাবা হিসেবে চরম ব্যথিত হয়েছি। স্ত্রী হারানোর কষ্টের মাঝে আরো একটি কষ্ট বয়ে বেড়াবো সারাজীবন।