গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাবার হাতে নিজ মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় কাপাসিয়া উপজেলার ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্মৃতি আক্তার(৩৫), কাপাসিয়া উপজেলার ধরপাড়া গ্রামের সারফুদ্দিন (৬০) এর মেয়ে।

কাপাসিয়া থানার ইনস্পেকটর তদন্ত সাখাওয়াত হোসেন বার্তা বাজারকে জানান, প্রাথমিকভাবে জানা যায়, বাবা তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ধরপাড়া ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আতিকুল ইসলাম জানান, ‘বাড়ীর পাশে ধরপাড়া উত্তর পাড়া জামে মসজিদের পাশে কাঠাল বাগানে এ ঘটনা ঘটে। এতে নিহতের বাবা তার মেয়ের এক হাত কেটে ফেলেছে। গলার অর্ধেক কেটে ফেলেছে। সে ঘটনাস্থলে মারা গেছে।’ এ ঘটনায় ঘাতক পিতা সারফুদ্দিন পলাতক রয়েছে জানান, ইউপি সদস্য।