পাবনায় শিশু জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে দাশুরিয়া মোড়ে এলাকাবাসী ও সর্বস্তরের জনগণের আয়োজনে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন শিশু জিহাতকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আসিফ নির্মমভাবে হত্যা করেছে এই হত্যাকারি ফাঁসির দাবি করেন এবং সমাজের এই সকল দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আবারো ধর্ষণ হত্যায় লিপ্ত হবে। আসিফ এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদকাসক্ত সে নানা অপকর্মে জড়িত।
উল্লেখ্য গত ৫ তারিখ বিকেলে জিহাদ নিখোঁজের এক দিন লাশ উদ্ধার করে পুলিশ। সেই দিনের রাতেই হত্যাকাণ্ডের মূল হোতা আসিফকে গ্রেফতার করে পুলিশ।