আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষা ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১১ ই জুলাই সকাল ১১ টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাত্রলীগ দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারে দাবিতে বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন সংগঠনটির সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যাল (ঢাবি) শিক্ষার্থী আসিফ মাহমুদ।