কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও ইজিবাইক (টমটম) সংঘর্ষের একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
বুধবার (৭ জুন ) দুপুর ২টার দিকে জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়িরি ইনর্চাজ এসআই রেজাউল।
আহতরা হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল এলাকার ফরিদ আলমের ছেলে রিদুয়ান ও হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা আকতার এবং ইনানীর পালংকি রেস্টুরেন্টের মার্কেটিং ম্যানেজার ইমারত এবং শফির বিল এলাকার টমটম চালক জয়নাল।
আহত চারজনকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইমারতকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে জানা যায়। নিহত ইমারত যশোর এর আব্দুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুপুরে মেরিন ড্রাইভ সড়কের শফির বিল এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও টমটমটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় বাইক ও টমটম যাত্রীদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এতে একজন নিহত ও তিনজন আহত হয়।
নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বার্তা বাজার/রাআ