মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত এ প্রতিবাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

আজ ৭ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্ভোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হিমেল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, পুষ্টিহীনতায় ভুগলে শিশুর নানা ধরনের অসুখ-বিসুখ হয়ে থাকে। পুষ্টি সপ্তাহে সবার প্রতি আহ্বান শাক-সবজি, ফলমূলসহ সুষম খাবার খেতে হবে। এই গ্রীষ্মের তাপদাহে তেল, চিনি, লবণ ও মরিচ জাতীয় জিনিস কম খেতে হবে। সঠিক পুষ্টির জন্য শিশুর জন্মের এক ঘন্টার মধ্যে শাল দুধ মায়ের শালদুধ খাওয়াতে হবে। ছয়মাস পর্যন্ত বুকের দুধ এবং ছয়মাসের পর থেকে ২ বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাদ্য দিতে হবে। কিশোর-কিশোরীদের পুষ্টিকর খাবার গ্রহন করতে হবে । গর্ভবতী ও প্রসুতিদের স্বাভাবিক খবারের পাশাপাশি বাড়তি খাবারে নজর দিতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানা বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ লুৎফর রহমান, ডাক্তার ইকরাম চৌধুরী সহ সশীল, সাংবাদিকরা।

পরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যাজাই মারমা।

বার্তা বাজার/রাআ