ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৮৯ জন ভোটারের মধ্যে ২১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন চারজন। ১২১ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. ছানোয়ার শেখ, ১১৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. আতিয়ার, ৯৮ ভোট পেয়ে তৃতীয় মো. কামরুজ্জামান মিয়া ও ৭৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন আমিনুর ইসলাম।

অপরদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লিমা সুলতানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিরিনা বেগম ৯৫ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাযহারুল আনোয়ার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।