প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। রাজধানীর চকবাজার থানায় দায়ের করা মামলায় বুধবার (৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ আদেশ দেন।

এদিন চাঁদকে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন এবং আসামির আইনজীবীরা জামিন আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, গত ১৯ মে রাজশাহীতে বিএনপির এক কর্মসূচিতে শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন চাঁদ। তিনি বলেন, ২৭ দফা, ১০ দফা নয়, দফা একটাই শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয়, আমার করব ইনশাআল্লাহ। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

চাঁদের এমন বক্তব্যে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর রাজশাহী ও ঢাকাসহ বিভিন্ন থাকায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়। পরে গত ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেপ্তার করে। এরপর তাকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

বার্তা বাজার/জে আই