কথায় আছে, জগন্নাথ সাধারণ মানুষের মতই অভাসী। সাধারণ মানুষ যেমন কোথাও ঘুরতে যাওয়ার সময় সঙ্গে খাবার-দাবার নিয়ে রাখেন যাত্রা পথে পেট ভরানোর জন্য। ঠিক সেই রকমই রথে চড়ে জগন্নাথ মাসির বাড়ির উদ্দেশে যখন রওনা হন, তখন তাঁকে কলা দেওয়া হয় যাত্রাপথের খিদে নিবারণের জন্য।

সেই থেকেই এই রীতি তৈরি হয়েছে।রথ দ্বীতিয়া আষাঢ় মাসে মাসে অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরএলাকার ভক্তদের উপস্থিতিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়।রবিবার বিকাল ৩টায় পৌর এলাকায় অবস্থিত সার্বজনীন হরি মন্দির প্রাঙ্গন থেকে ঢাক ডোল কাশর বাজিয়ে রাস্তার চার পাশে ভক্তদের কলা বিভিন্ন ফলমুল,মিষ্টি ছিটিয়ে রথযাত্রা প্রদক্ষিন করা হয়।পৌর এলাকার শহিদ আব্দুস সাত্তার রোড,মেইনরোড বাজার রোড প্রদক্ষিন শেষে সার্বজনীন হরি মন্দিরে শেষ হয়।শেষে শত শত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

রথ যাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদাপন পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি অধির চন্দ্র সাহা,সাধাররণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্য,হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কার্ত্তিক দত্ত,পৌর কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র আর্য্য সহ বিভিন্ন স্তরের হিন্দু ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।