কিশোরগঞ্জের হোসেনপুরে ইটবাহী একটি লরির চাপায় তুহিন মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৭জুলাই) সকাল ১১টার দিকে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু তুহিন পাশ্ববর্তী গফরগাঁও উপজেলার গাভীশিমুল উপজেলার নিধার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শিশুটির খালা হোসেনপুর ব্র্যাক অফিসে বাবুর্চির কাজ করে।সেই সুবাধে এদিন সকালে শিশু তুহিন মায়ের সঙ্গে তার খালার সাথে দেখা করতে আসে।ব্র্যাক অফিস থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী ইটবাহী একটি লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।