টাঙ্গাইলের মির্জাপুরে ‘গোখরা’ সাপের দংশনে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী গ্রামে নিজঘর থেকে গরু দেখতে গোয়াল ঘরে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে যুবকের খালু জানিয়েছেন। মৃত আশিক খান (২৬) উয়ার্শী গ্রামের মৃত শাকিল খানের ছেলে।

আশিকের খালু বিল্লাল হোসেন নয়া শতাব্দীকে জানান, পরিবারের দুই ছেলের মধ্যে আশিক বড়। বাবার মৃত্যুর পর কৃষি কাজ করেই কোনমতে সংসার চালাতেন তিনি। গত শনিবার রাতে নিজঘর থেকে বেরিয়ে গোয়াল ঘরে গরু দেখতে যাওয়ার সময় তাকে সাপ দংশন করলে সে চিৎকার করতে থাকে। এসময় তাকে ‘গোখরা’ সাপ দংশন করেছে বলেও উল্লেখ করেন।সেখান থেকে তাকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফরিদুল ইসলাম বলেন, রাত ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তার শরীরে কোনো আলামত দেখতে না পেয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে বলেন এবং পর্যবেক্ষণ রুমে (অবজারভেশন) থাকতে বলেন। পরে তার স্বজনরা সেখান থেকে কুমুদিনী হাসপাতালে তাকে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা প্রেরণ করা হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এন্টিভেনম দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ছয়টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।