ময়মনসিংহের ভালুকায় এইচএসসি পরীক্ষায় নকল সংরক্ষণ ও সিট পরিবর্তন করে পরিক্ষা দেওয়ায় ৮ শিক্ষার্থী ও সহযোগিতা করার দায়ে ১ প্রভাষককে বহিষ্কার করা হয়েছে।
রোববার (০৭ জুলাই) সকালে পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলীনূর খান।
জানা যায়, উপজেলার সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সিট বদল, নকল সংরক্ষণ ও অন্যের খাতা দেখে লেখার অভিযোগে মর্নিংসান স্কুল এন্ড কলেজের ৮ শিক্ষার্থী বহিষ্কার ও কক্ষ পরিদর্শককে অব্যহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত ৮ জন মর্নিং সান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান জানান, সায়েরা সাফায়াত স্কুল এন্ড কলেজের পরিক্ষা কেন্দ্রে ১ পরিক্ষার্থী সাথে নকল সংরক্ষণ ও সিট পরিবর্তন করে বিভিন্ন কক্ষে অদলবদল করে পরিক্ষা দেওয়ার দায়ে আরও ৭ জনকে এবং তাদের সহযোগিতা করার দায়ে কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।