চট্টগ্রামে থানার হাজতখানায় এক আসামির মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে পুলিশ (সিএমপি)। বুধবার (০৩ জুলাই) রাতে বিষয়টি গণমাধ্যমে জানান সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মোঃ তারেক আজিজ।

তিনি বলেন, চান্দগাঁও খেজুরতলা এলাকার মৃত আব্দুল মালেক প্রকাশ আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ জুয়েল ডাকাতি ও অস্ত্র আইনে মোট সাতটি মামলার আসামি। তাকে গ্রেফতারি পরোয়ানা মূলে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানার হাজতে রাখা হয়। সেখানে ভোর সাড়ে ৬টার দিকে জুয়েল নিজের পরনের শার্ট খুলে হাজতের ভিতরের দেয়ালের উপরের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে। যা সিসিটিভি ফুটেজে দেখা যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার পাশাপাশি তিন জনের একটি তদন্ত কমিটিও গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

তদন্ত কমিটির ৩ সদস্য হলেন, সিএমপির উত্তর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মোঃ জাহাঙ্গীর, পাচঁলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ আরিফ হোসেন ও পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।