নোয়াখালী হাতিয়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় ১০ হাজার কৃষকের মাঝে উফশী আমন বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ জুলায়) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক আলী অমি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাতেন সবুজ, হাতিয়া পৌরসভার প্যানেল মেয়র মাইন উদ্দিন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় সহশ্রাধিক কৃষক কৃষানী।
উপজেলা কৃষি অফিস জানায়, হাতিয়াতে ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯ হাজার ৮শত কৃষকের মাঝে ৫ কেজি ধান , ১০ কেজি ডেপ সার ও ১০ কেজি এমওপি সার, ও ৩হাজার কৃষকের মাঝে ৫টি করে নারকেল গাছ বিতরণ করা হবে। জনসংখ্যা অনুপাতে তা বিভাজন করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে সার ও বীজ পৌছে দেওয়া হয়েছে। আগামী দুএকদিনের মধ্যে প্রতিটি ইউনিয়নে বিতরণ সম্পন্ন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক আলী অমি বলেন, ঘূর্ণিঝড়ে হাতিয়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের কৃষকের মাঝে বিতরণ করা এই প্রনোদনা সবার কাজে লাগবে। আশা করি সবাই বীজ ও সারের সঠিক ব্যবহার করবেন।