উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটায় ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত পটুয়াখালী জেলার কলাপাড়ায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

গত ৫ দিনের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ। উপকূলের বিভিন্ন নিচু স্থানে পানি জমে গেছে। দুশ্চিন্তায় পড়েছে মৌসুমী সবজি চাষীরা। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমাল তৈরী অব্যাহত রয়েছে। কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।

উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।