লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সূর্য মুখী টেকনিক্যাল বিএম কলেজের ১৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি শিক্ষকদের উদাসীনতা আর অনলাইন জটিলতায়। ৩০ জুন শুরু হওয়া এইচ এস সি ও সমমানের পরীক্ষায় পরীক্ষা দিতে না পাড়ায় চরম হতাশা আর দুঃখ প্রকাশ করছে শিক্ষার্থীর অভিভাবক।
জানা গেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সূর্যমুখী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে থেকে ১৬ শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পুরন করেন। কতৃপক্ষের পরীক্ষার প্রবেশ পত্র দেয়া শুরু করলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় পরীক্ষার দিন কেন্দ্র দেয়া হবে।কিন্তু পরীক্ষার দিন ওই সব শিক্ষার্থীর সাথে কোন শিক্ষকেই যোগাযোগ করেনি। প্রবেশ পত্র না থাকায় কেন্দ্রে প্রবেশেই করতে পারেনি। পরীক্ষা দিতে না পাড়ায় জীবন থেকে ১ টি বছর ঝরে যাওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন ওই সব শিক্ষার্থী। বিপুল ও হাসান নামের দুজন শিক্ষার্থী জানান তাদেরকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ পত্র দেয়ার কথা ছিলো।কিন্তু সেদিন আর কেউ যোগাযোগ করেনি।
কলেজটি ২০০৯ সালে প্রতিষ্ঠা করেন সে সময়ের চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। কলেজের অস্থায়ী অতিথি শিক্ষক সকুমার রায় জানান, যে সব শিক্ষার্থী অন্য কলেজে ভর্তি হয়ে ও আমাদের কলেজ এ ভর্তি হয়েছে সেসব শিক্ষার্থী ভর্তি নিয়ে সমস্যা হয়েছিল। আমার অনেক চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত সমাধান করতে পারিনি।কলেজটির অধ্যক্ষ এনামুল হক ম্যাগজিনকে মুঠোফোন একাধিকনার কল দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান,বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ লোকে মুখে শুনেছি। এরকম কিছু ঘটলে বা কোন অভিযোগ দিলে বিষয়টির তদন্ত করা হবে।