সারাদেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতেও একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা।

রোববার (৩০ জুন) থেকে উপজেলার দুইটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় কেন্দ্রগুলোতে অনুপস্থিত ছিলেন ১১ পরীক্ষার্থী।

জানা যায়, প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলো মোট ১২২ জন। এর মধ্যে অনুপস্থিত ৪ জন। অপরদিকে আলফাডাঙ্গা আদর্শ কলেজে পরীক্ষার্থী ছিলো ৩৫১ জন। সেখানেও অনুপস্থিত ৭ জন। অনুপস্থিত ১১ পরীক্ষার্থীর ১০ জনই মেয়ে শিক্ষার্থী।

আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব বলেন, ‘প্রথম দিনের এইচএসসি পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে প্রথম দিনের পরীক্ষায় আমার কেন্দ্রে ৭ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।’

প্রথমদিনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বার্তা বাজার’কে জানান, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের সকল প্রস্তুতি রয়েছে। কেন্দ্রের ২শত গজের মধ্যে আইন-শৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সুষ্ঠু পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।’