ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থেকে ফেন্সিডিলসহ ছানাউল্লাহ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা।

বৃহস্পতিবার( ২৭ জুন) রাতে আটক পর তাকে তল্লাশি করে ৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ছানাউল্লাহ বাঞ্চারামপুর উপজেলার কালিকাপুরের মীরবাড়ী এলাকার বাসিন্দা। শুক্রবার (২৮ জুন) দুপুরে র‌্যাব-৯ এর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব-৯ সিলেট এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল ২৭ জুন রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ছানাউল্লাহ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে তল্লাশি করে ৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়।

এদিকে মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।