ভোলার লালমোহন উপজেলায় বাগদা ও গলদা চিংড়ির অন্তত ৫০ লাখ রেণু জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ করা হয় ৫০ হাজার মিটার কারেন্ট ও চট জাল।

জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বেড়ির মাথা এলাকা থেকে এসব চিংড়ির রেণু ও জাল জব্দ করা হয়। পরে জব্দ করা চিংড়ির রেণু তেঁতুলিয়া নদীতে অবমুক্ত এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া এর সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা হলেন, বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা মো. জসিম এবং মো. সিরাজ।

এ সময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ এবং উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ মৎস্য অফিস ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।