গাইবান্ধার গোবিন্দগঞ্জে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে বাদাম কিনে দেয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষনের অভিযোগ প্রমানিত হওয়ায় ধর্ষক আলিম মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। তারপর ধষিতার ক্ষতিপুরন বাবদ ৫০ হাজার টাকা দেয়ার নির্দেশ দিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার নারী শিশু ট্রাইবু্যনাল-২ এর বিচারক আব্দুর রহমান এই রায় ঘোষনা করেন।

মামলার এজাহারে বলা হয়,গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের পগইল গ্রামের আব্দুল মজিদ মিয়ার শিশু কন্যাকে ২০১৮ সালের ২৭ আগষ্ট সন্ধ্যায় ৪ র্থ শ্রেনীর ছাত্রীকে বাদাম কিনে দেয়ার লোভ দেখিয়ে পাশ্ববর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষন করে। মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়।

এব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় ধর্ষক আলিম মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হলে আজ গাইবান্ধার নারী শিশু ট্রাইবু্যনালের বিচারক আব্দুর রহমান এই রায় ঘোষনা করেন।